ঢাকা   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কাশফিয়া আঁখির ‘মন ভালো নেই’

নারী ও নারী উদ্যোক্তা

প্রকাশিত: ২১:০৪, ২২ মার্চ ২০১৮

কাশফিয়া আঁখির ‘মন ভালো নেই’

মন ভালো নেই
নিরব সন্ধ্যা কাঁদে,
মন ভালো নেই
কারণ হীনা ডুবেছি অবসাদে।
 
মন ভালো নেই
রাত্রী নামে চাঁদ ঢলে পূবে,
মন ভালো নেই
নীলাভ ব্যথা জলছাপ অবয়বে।
 
মন ভালো নেই
রৌদ্র নামে সকালের সারা গায়,
মন ভালো নেই
করুণ জ্বর শরীর ছুঁয়ে যায়।
 
মন ভালো নেই
অলস দুপুর উদাস লাগে ভারী,
মন ভালো নেই
তুমিহীন তাই সুখের সাথে আড়ি।
 
মন ভালো নেই
নিরব বিকেল সুতো ছেঁড়া গান,
মন ভালো নেই
ঝরা পালকের ফেরার আহবান।
 
মন ভালো নেই
কারণহীনা বারণ শোনেনা মন,
মন ভালো নেই
দ্বীপ নেভা রাত তারা অগনন।
 
 
মন ভালো নেই
শুঁকছি বসে স্মৃতির সোঁদা গন্ধ,
মন ভালো নেই
শৈশবের আয়না ফেরার দরজা বন্ধ।
মন ভালো নেই
গাঙচিল সুখে অসুখ বাঁধে দানা,
কতটা দূরে গিয়েছো সরে হলোনা আজো জানা।
 

শেয়ার বিজনেস24.কম