ঢাকা   শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বারাকা পতেঙ্গার এজিএমে অনুমোদিত ২% ডিভিডেন্ড, মুনাফা ২৩ কোটি টাকা ছাড়ালো

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ২৬ ডিসেম্বর ২০২৫

বারাকা পতেঙ্গার এজিএমে অনুমোদিত ২% ডিভিডেন্ড, মুনাফা ২৩ কোটি টাকা ছাড়ালো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেটের হোটেল রয়্যাল মার্কে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কোম্পানির দীর্ঘ পথচলায় বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থনের কথা স্মরণ করান। তিনি ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।

ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২৩ কোটি ৭৫ লাখ টাকার সমন্বিত মুনাফা অর্জন করেছে। একই সময়ে কোম্পানির সমন্বিত প্রতি শেয়ার আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৩৭ পয়সা। এছাড়া দুইটি সহযোগী প্রতিষ্ঠান—কর্ণফুলী পাওয়ার লিমিটেডবারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড যথাক্রমে ৪১ কোটি ৬৩ লাখ টাকা এবং ১৪ কোটি ৬৭ লাখ টাকার মুনাফা অর্জন করেছে।

কোম্পানি সচিব মোহাম্মদ রানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশসহ সকল উত্থাপিত এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।