ঢাকা   শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

এজিএম মৌসুমে ব্যস্ত শেয়ারবাজার, ৫৭ কোম্পানির সভা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২৭ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

এজিএম মৌসুমে ব্যস্ত শেয়ারবাজার, ৫৭ কোম্পানির সভা

শেয়ারবাজারে শুরু হয়েছে বার্ষিক সাধারণ সভা (এজিএম) মৌসুম। বড়দিনের ছুটির কারণে সপ্তাহের একটি দিন লেনদেন বন্ধ থাকলেও চলতি সপ্তাহে (২১–২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৫৭টি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব সভায় মূলত ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের বিষয়টি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এজিএমগুলো অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

২৮ ডিসেম্বর: এজিএমের ব্যস্ত সূচনা

এই দিনে একাধিক কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। লাভেলো আইসক্রিম ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ, এসিআই ফরমুলেশনস ও এসিআই লিমিটেড ২৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের জন্য সভা করবে।
এ ছাড়া প্রিমিয়ার সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, এমবি ফার্মা, খুলনা পাওয়ারসহ একাধিক প্রতিষ্ঠানের এজিএম অনুষ্ঠিত হবে। তবে বিডি থাই ফুডস, লুবরেফ বাংলাদেশ ও ওয়েস্টার্ন মেরিনের মতো কিছু কোম্পানি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

 ২৯ ডিসেম্বর: সবচেয়ে বেশি কোম্পানির এজিএম

এই দিনে সবচেয়ে বেশি কোম্পানির সভা অনুষ্ঠিত হবে। গোল্ডেন হার্ভেস্ট, অগ্নী সিস্টেমস, ইজেনারেশন, ড্যাফোডিল কম্পিউটারস, সায়হাম কটন, আফতাব অটোমোবাইলস, আমান ফিড, মেট্রো স্পিনিং, নাভানা সিএনজি ও মাগুরা মাল্টিপ্লেক্সসহ বহু কোম্পানির এজিএম রয়েছে।
ডিভিডেন্ডের দিক থেকে কিছু কোম্পানি ১০ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দিলেও বেশ কয়েকটি কোম্পানি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি, যা বিনিয়োগকারীদের জন্য হতাশার কারণ হতে পারে।

৩০ ডিসেম্বর: বড় ও ছোট কোম্পানির ভিড়

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরও একাধিক গুরুত্বপূর্ণ এজিএম। ইউনাইটেড পাওয়ার ৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে। এ ছাড়া ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস, ডরিন পাওয়ার, তমিজ উদ্দিন টেক্সটাইলসহ বিভিন্ন কোম্পানির সভা অনুষ্ঠিত হবে।
তবে এই দিনও অনেক কোম্পানি কোনো ডিভিডেন্ড না দেওয়ায় বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 ৩১ ডিসেম্বর: বছরের শেষ দিনে বড় ডিভিডেন্ড

বছরের শেষ দিনে সবচেয়ে আলোচিত এজিএম হচ্ছে পদ্মা অয়েল কোম্পানির, যারা ঘোষণা করেছে ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড—চলতি মৌসুমের সর্বোচ্চ। একই দিনে জিপিএইচ ইস্পাত, সোনালী আঁশ, এডভেন্ট ফার্মা ও নাভানা ফার্মাসিউটিক্যালসের এজিএম অনুষ্ঠিত হবে। নাভানা ফার্মা দিয়েছে ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

 বাজার বিশ্লেষণ

বিশ্লেষকদের মতে, এজিএম মৌসুমে বিনিয়োগকারীদের আগ্রহ মূলত উচ্চ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলোর দিকেই বেশি। তবে অনেক কোম্পানির ডিভিডেন্ড না দেওয়া বা খুব কম ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি বাজারে হতাশা তৈরি করতে পারে। তবুও বছরের শেষ প্রান্তিকে এত বিপুল সংখ্যক এজিএম হওয়ায় শেয়ারবাজারে স্বল্পমেয়াদে লেনদেন ও আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ