বড়দিন উপলক্ষে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে (২১–২৪ ডিসেম্বর) শেয়ারবাজারে মোট চার দিন লেনদেন হয়েছে। এ স্বল্প সময়েই বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে লাভজনক খাত হিসেবে উঠে এসেছে সেবা ও তথ্যপ্রযুক্তি খাত। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই দুই খাতেই বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন অর্জন করেছেন।
ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক খাতভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, বিদায়ী সপ্তাহে সেবা খাতের বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৪.৩ শতাংশ মুনাফা পেয়েছেন। এর পরেই রয়েছে তথ্যপ্রযুক্তি খাত, যেখানে বিনিয়োগকারীদের রিটার্ন দাঁড়িয়েছে ৩.৩ শতাংশ। বাজারে ইতিবাচক গতি এবং নির্দিষ্ট কিছু শেয়ারে সক্রিয় লেনদেন এই উত্থানে বড় ভূমিকা রেখেছে।
মুনাফার তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে কাগজ খাত (২.৯%), পাট খাত (২.৭%) এবং টেক্সটাইল খাত (২.৩%)। এসব খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় সামগ্রিক বাজার সূচকও ঊর্ধ্বমুখী ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, মাঝারি মুনাফা অর্জন করেছে কয়েকটি খাত। জীবন বীমা খাতে বিনিয়োগকারীরা ১.৯ শতাংশ এবং ট্যানারি খাতে ১.৮ শতাংশ মুনাফা পেয়েছেন। সাধারণ বীমা ও জ্বালানি খাতে রিটার্ন ছিল ১.৩ শতাংশ, ব্যাংক খাতে ১.২ শতাংশ, আর খাদ্য খাতে ১.১ শতাংশ। এছাড়া টেলিকম (০.৯%), প্রকৌশল (০.৮%), আর্থিক প্রতিষ্ঠান (০.৭%), ওষুধ ও রসায়ন (০.৬%) এবং সিমেন্ট (০.৫%) খাতে সামান্য হলেও ইতিবাচক রিটার্ন দেখা গেছে।
তবে সব খাতে সুখবর আসেনি। বিদায়ী সপ্তাহে সিরামিক, মিউচুয়াল ফান্ড ও ভ্রমণ খাত বিনিয়োগকারীদের জন্য লোকসান ডেকে এনেছে। এর মধ্যে সিরামিক খাতে সর্বোচ্চ –০.৮ শতাংশ লোকসান হয়েছে। মিউচুয়াল ফান্ড খাতে লোকসান –০.৬ শতাংশ এবং ভ্রমণ খাতে –০.৪ শতাংশ রিটার্ন নেমে গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সেবা ও তথ্যপ্রযুক্তির মতো দ্রুত বর্ধনশীল খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় স্বল্প সময়েই ভালো মুনাফা পাওয়া সম্ভব হয়েছে। তবে সিরামিক ও মিউচুয়াল ফান্ডের মতো খাতে ধারাবাহিক দুর্বলতা বাজারের জন্য সতর্ক সংকেত দিচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে তাই খাতভিত্তিক বিশ্লেষণ ও ঝুঁকি বিবেচনার ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
























