ঢাকা   শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

লন্ডনে বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন স্থগিত

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ২৭ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

লন্ডনে বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন স্থগিত

সময়সীমার মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (AIM) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) লেনদেন স্থগিত হতে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।

জিডিআর এমন একটি আর্থিক উপকরণ, যার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিদেশি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের সুযোগ পান। বেক্সিমকো ফার্মার ক্ষেত্রেও লন্ডন স্টক এক্সচেঞ্জে এই জিডিআরের মাধ্যমেই বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় এআইএম-এর নিয়ম অনুযায়ী লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং চূড়ান্ত হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ১৯ ডিসেম্বর প্রকাশিত এক ডিসক্লোজারে বেক্সিমকো ফার্মা জানায়, কোম্পানির বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে চলমান মামলাই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসি বেক্সিমকো ফার্মার বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেয় এবং ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানি উচ্চ আদালতে রিট করলে বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। বর্তমানে আদালতের অবকাশ ও বেঞ্চ পুনর্গঠনের কারণে মামলার শুনানি বিলম্বিত হচ্ছে। ফলে বোর্ড সভা ডাকা সম্ভব না হওয়ায় আর্থিক হিসাব অনুমোদনও আটকে রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৬ সালের জানুয়ারির আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত রায় পাওয়া যাবে না।

তবে লন্ডন স্টক এক্সচেঞ্জে জিডিআর লেনদেন স্থগিত হলেও দেশের শেয়ারবাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানির দাবি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর শেয়ার লেনদেন স্বাভাবিকভাবেই চলবে। পাশাপাশি স্থগিতকালীন সময়েও এআইএমের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য নিয়মিত প্রকাশ করা হবে।

আর্থিক চিত্র অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৮৭ পয়সা। এছাড়া ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার প্রতিটি জিডিআর ৪২ দশমিক ৫০ পাউন্ড দরে লেনদেন হয়েছে। উল্লেখ্য, ২০০৬ সালের সেপ্টেম্বর মাস থেকে প্রতিষ্ঠানটির জিডিআর লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে।

 

সর্বশেষ