
টানা দরপতনের ধারা আজও (২৬ মে) অব্যাহত ছিল দেশের শেয়ারবাজারে। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে—যা গত দশ বছরের মধ্যে অন্যতম সর্বনিম্ন অবস্থান। এদিন ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, আর কমেছে ১৬৮টির।
তবে সার্বিক পতনের মধ্যেও ‘বি’ ক্যাটাগরির কিছু শেয়ার বাজারে আলাদা দৃষ্টিতে নজর কেড়েছে। স্টকনাও সূত্রে জানা গেছে, আজকের শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল এই ক্যাটাগরির, যা বাজারে নির্দিষ্ট কিছু বিনিয়োগকারীর আগ্রহ এবং পছন্দের প্রতিফলন।
আজকের সবচেয়ে বেশি দরবৃদ্ধি হয়েছে বিবিএস ক্যাবলস-এর শেয়ারে। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। দিনের একপর্যায়ে এটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে, যা বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহকে স্পষ্ট করে।
দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি পায় নাহি অ্যালুমিনিয়াম। এর শেয়ার ৯.৫২ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা বেড়ে ২০ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। এটিও লেনদেনের একপর্যায়ে হল্টেড হয় বিক্রেতা সংকটের কারণে।
তৃতীয় অবস্থানে ছিল বিডি বিল্ডিং সিস্টেমস, যার শেয়ার ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সায়। এর পাশাপাশি, এস আলম কোল্ড রোল্ড স্টিল-এর শেয়ার ১ টাকা ৩০ পয়সা বা ৬.০৫ শতাংশ এবং দেশবন্ধু পলিমার-এর শেয়ার ৯০ পয়সা বা ৫.৫৬ শতাংশ বেড়ে বিনিয়োগকারীদের নজর কাড়ে।
বিশ্লেষকদের মতে, বাজারে যখন সূচক পতন এবং আস্থাহীনতা স্পষ্ট, তখন ‘বি’ ক্যাটাগরির কিছু শেয়ারে এমন ঊর্ধ্বগতি মূলত স্বল্পমেয়াদি মুনাফাভিত্তিক ট্রেডিং কৌশল এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ফল। এতে বোঝা যায়, বাজারের একাংশ এখনো সুযোগ খুঁজছে—পতনের মধ্যেও লাভবান হওয়ার। তবে এই ধারা টেকসই হবে কিনা, তা নির্ভর করবে সামগ্রিক বাজার পরিস্থিতি ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের উপর।