ঢাকা   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

যবিপ্রবির সাবেক ভিসি ড. সাত্তারের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে নতুন মামলা

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৪, ২৭ মে ২০২৫

যবিপ্রবির সাবেক ভিসি ড. সাত্তারের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে নতুন মামলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও একটি মামলা করেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ও ইউজিসির বিধিনিষেধ ভেঙে অবৈধভাবে কর্মচারী নিয়োগ দিয়ে রাষ্ট্রের ৫২ লাখ টাকার বেশি ক্ষতির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী মামলার বাদী। মামলায় ড. সাত্তার ছাড়াও অভিযুক্ত হয়েছেন যবিপ্রবির সহকারী পরিচালক (হিসাব) মো. শরিফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপপরিচালক জি এম আনিছুর রহমান, যবিপ্রবির অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আজিজুল ইসলাম।

এজাহারে বলা হয়, ড. সাত্তার উপাচার্য থাকাকালে শরিফুল ইসলামকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ দেন, যা ছিল সম্পূর্ণ নিয়মবহির্ভূত। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন ৫২ লাখ ২৬ হাজার ৬৮৫ টাকা।

এই নিয়োগে রিজেন্ট বোর্ড ও বাছাই কমিটির অন্য সদস্যদের যোগসাজশে নিয়োগের সুপারিশ গৃহীত হয় ২০১৬ সালের ৯ এপ্রিলের বোর্ড সভায় এবং তা উপাচার্য নিজেই অনুমোদন ও বাস্তবায়ন করেন।

এই ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪০৯, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও প্রায় একই ধরনের অভিযোগে ড. সাত্তারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক, যেখানে ইতোমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে।