
কানাডার মন্ট্রিয়লের বেল সেন্টারে কনসার্ট চলাকালে হঠাৎ মঞ্চে পড়ে যান বিশ্বখ্যাত গায়িকা শাকিরা। তবে নিজের পারফরম্যান্স থামাননি তিনি। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে গানে ফেরেন এই ৪৮ বছর বয়সী কলম্বিয়ান তারকা। সোমবার রাতে ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ গাইতে গাইতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
ভক্তদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গানের শুরুতেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান শাকিরা। কিন্তু পড়ে যাওয়া তাঁকে থামাতে পারেনি। মুহূর্তেই উঠে গান চালিয়ে যান যেন কিছুই হয়নি। পরে তিনি নিজেই ঘটনাটির একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
ঘটনার পর ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি। কেউ লেখেন, ‘তিনি একদম বসের মতো সামলে নিয়েছেন পরিস্থিতি।’ আরেকজন মন্তব্য করেন, ‘এটা এক দারুণ উদাহরণ! আশা করি তিনি আঘাত পাননি।’
এটাই প্রথম নয়, এর আগে গত ফেব্রুয়ারিতেও শারীরিক সমস্যার কারণে আলোচনায় আসেন শাকিরা। পেরুতে এক কনসার্ট বাতিল করতে হয় তাঁকে, কারণ হঠাৎ পেটের সমস্যায় ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শেই ওই সিদ্ধান্ত নিতে হয়েছে।
চলতি বছর ১১ ফেব্রুয়ারি রিও ডি জেনিরোতে শুরু হয় শাকিরার নতুন কনসার্ট ট্যুর। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে পারফর্ম করার পর ৩০ জুন সান ফ্রান্সিসকোতে শেষ হবে ট্যুরের এই ধাপ।