ঢাকা   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানি লন্ডারিং তদন্তে দুদক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১৫ মে ২০২৫

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানি লন্ডারিং তদন্তে দুদক

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি ও সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ উঠেছে বেস্ট হোল্ডিংস লিমিটেডের বিরুদ্ধে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনকে ভিত্তি করে গত ১৬ মার্চ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে বিএসইসি।

কমিটির জমা দেওয়া প্রতিবেদনে দেখা যায়, বেস্ট হোল্ডিংস লিমিটেড বেআইনি উপায়ে প্রভাব খাটিয়ে আইপিও অনুমোদন নেয় এবং রাষ্ট্রীয় ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এতে জড়িত বলে প্রতিবেদনটিতে উল্লেখ আছে।

তদন্তে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় রাষ্ট্রায়ত্ত্ব চারটি ব্যাংকসহ মোট পাঁচটি ব্যাংক থেকে সহস্রাধিক কোটি টাকা তুলেছে বেস্ট হোল্ডিংস, যা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করে সরকারের বিপুল আর্থিক ক্ষতির কারণ হয়েছে। এ ছাড়াও, একটি চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম ভুয়া কাগজপত্র এবং জালিয়াতির মাধ্যমে সম্পদের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখিয়েছে। এ অপরাধের জন্য ওই সিএ ফার্ম এবং তাদের অংশীদারদের তিন বছরের জন্য কোনো কোম্পানির ভ্যালুয়েশন কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করা হয়েছে।

বেস্ট হোল্ডিংসের মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠান—বেস্ট সার্ভিসেস লিমিটেড, ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেড এবং ধানসুর ইকোনোমিক জোন লিমিটেড—এর বিরুদ্ধেও রয়েছে মারাত্মক আর্থিক অনিয়মের অভিযোগ। তদন্ত প্রতিবেদনে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমেও অর্থ আত্মসাৎ ও অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

দুদকের একাধিক সূত্র জানিয়েছে, কমিশন ইতোমধ্যে বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে দুদকের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

এই ঘটনা বাংলাদেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। একটি প্রতিষ্ঠানের ক্ষমতার অপব্যবহার কীভাবে হাজার হাজার কোটি টাকার ক্ষতির কারণ হতে পারে—তা স্পষ্ট হয়েছে বেস্ট হোল্ডিংসের ঘটনাপ্রবাহে। সময়মতো কার্যকর তদন্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণই এই ধরনের অপরাধ দমনে একমাত্র উপায়। পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতেই এ ধরনের তদন্তের সফল পরিণতি নিশ্চিত করতে হবে।