ঢাকা   সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

আগের তুলনায় আত্মবিশ্বাসী লিটন, কোচের প্রশংসা

আগের তুলনায় আত্মবিশ্বাসী লিটন, কোচের প্রশংসা

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ব্যর্থ ছিলেন লিটন দাস। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ইনিংসের কোনোটিতেও দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। তবে ফিরতি সিরিজে নেদারল্যান্ডসকে পেয়ে উইকেটরক্ষকের ব্যাট হাসা শুরু করেছে।তিন ম্যাচ সিরিজের প্রথম জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন।

খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ১৮৬.২০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। তাতে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে সাকিব আল হাসানের সঙ্গে সর্ব্বোচ ১৩ ফিফটির মালিক তিনি। তার এমন দুর্দান্ত ইনিংসে দারুণ খুশি হয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

আগের থেকে লিটন এখন আরো বেশি আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি। আজ সিলেটে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজেও ধারাবাহিক ছিল। ঢাকায় আগের সিরিজে রান পায়নি।এখন আগের চেয়ে আত্মবিশ্বাসী। সবকিছুতেই সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দলের জন্য অনেক ভালো ব্যাপার।বিশেষ করে এখন সিনিয়র প্লেয়ার দায়িত্ববোধ বেড়েছে। তারা নিজেরা নিজেদের নিয়ে অনেক বেশি সচেতন।’

লিটন গতকাল নিজের ঝুলিতে থাকা দর্শনীয় শট তো খেলেছেনই, সঙ্গে রিভার্স সুইপেও দক্ষতা দেখিয়েছেন তিনি। তার শটগুলো দেখার মতো ছিল জানিয়ে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ‘লিটন নট আউট ছিল এটায় আমি বেশি খুশি। অনেকে খেলাটা ধরে কিন্তু শেষ করতে পারে না। ছেলেরা দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলে খেলাটা শেষ করেছে এটা অনেক বেশি ভালো লাগছে। লিটনের শট দেখার মত ছিল। কন্ডিশন বুঝে খেলেছে। এভাবে করতে পারলে দিন শেষে নট আউট থাকতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।’