ঢাকা   মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

বিসিসিআই নাকভিকে নির্দেশ দিলো: যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল ভারতে পাঠান

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সর্বশেষ

বিসিসিআই নাকভিকে নির্দেশ দিলো: যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল ভারতে পাঠান

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৯ম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু চ্যাম্পিয়ন হয়েও শিরোপা নিয়ে উদযাপন করতে পারেনি তারা।

ট্রফি নিয়ে উদযাপন করতে না পারার দায় অনেকটা অবশ্য ভারতেরই। কেননা নিয়ম অনুযায়ী জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির।

ফাইনাল শেষ হওয়ার পর অন্য অতিথিদের সঙ্গে মঞ্চেও উপস্থিত ছিলেন এসিসির ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। 
কিন্তু বেঁকে বসে ভারত। নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। সূর্যকুমার-হার্দিক পান্ডিয়াদের এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রফি ও তাদের মেডেল সঙ্গে নিয়ে যান এসিসি ও পিসিবির সভাপতি।নাকভির এই কর্মকাণ্ডে এবার চটেছে বিসিসিআই।

নাকভির এমন কাণ্ড অক্রিকেটীয় বলে অভিমত দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। সঙ্গে আহ্বান জানিয়েছেন, ভারতের ট্রফি এবং মেডেলগুলো যেন যত দ্রুত সম্ভব ভারতের পাঠিয়ে দেন নাকভি। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘ভারত যে দেশের সঙ্গে যুদ্ধ করছে সেই দেশের একজন নেতা ট্রফি তুলে দেওয়ার কথা।

সেই ব্যক্তির কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না। যিনি দেশটির প্রতিনিধিত্ব করেন। তাই আমরা সেই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি। এর মানে এই নয় যে, ভদ্রলোক ট্রফির সঙ্গে মেডেল নিয়ে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অক্রিকেটীয় ঘটনা।


আশা করছি যত দ্রুত সম্ভব ট্রফি এবং মেডেল ভারতের পাঠিয়ে দেবেন। আগামী নভেম্বরে আইসিসির কনফারেন্সে এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাব।’
আসল যুদ্ধের মতোই ক্রিকেটাররা যথার্থ জবাব দিয়েছেন বলেও জানিয়েছেন সাইকিয়া। বিসিসিআইয়ের সচিব বলেছেন, ‘সীমান্তে আমাদের সশস্ত্র বাহিনীরা যা করে দেখিয়েছে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে দুবাইয়ে। তাই এটা একটি দারুণ মুহূর্ত। ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় ঘটনা...। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন খেলা। শত্রু দেশের লোকদের আজেবাজে কর্মকাণ্ডের একেবারে যথার্থ জবাব। তাই আমি মনে করি না দুবাইয়ের ফাইনালের চেয়ে আর কোনো ভালো জবাব হতে পারে।’

সর্বশেষ