ঢাকা   বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ দলে বড় রদবদল, একাদশে পাঁচ পরিবর্তন

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫০, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ দলে বড় রদবদল, একাদশে পাঁচ পরিবর্তন

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেদারল্যান্ডসকে ধবলধোলাইয়ের লক্ষ্যে সিলেটে নামবেন লিটন দাস-জাকের আলি অনিকরা। 

সেই লক্ষ্যে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

একাদশে পাঁচ পরিবর্তন এনেছে বাংলাদেশ। তারা হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। বিশ্রাম দিয়েছে—তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীকে।
অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস।

সিকান্দার জুলফিকারের পরিবর্তে টিম প্রিঙ্গেলকে নিয়েছে ডাচরা। সিলেটে হওয়া আগের দুই ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটের বিপরীতে দ্বিতীয়টিতে ৯ উইকেটে।
বাংলাদেশের একাদশ—

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শামিম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

নেদারল্যান্ডসের একাদশ—

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও টিম প্রিঙ্গেল।