
মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য আরও নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা ৭ কার্যদিবসে ভোজ্যতেলটির দাম কমলো। দৈনিক ভিত্তিতে যা গত প্রায় ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সবমিলিয়ে চলতি সপ্তাহে পাম অয়েলের দর ব্যাপক কমেছে। সাপ্তাহিক ভিত্তিতে গত ৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন।
শুক্রবার (২৪ মার্চ) বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের আগামী মে জুনের সরবরাহ চুক্তি মূল্য কমেছে ৪৮ রিঙ্গিত বা ১ দশমিক ৩৪ শতাংশ। কার্যদিবস শেষে প্রতি টনের দাম স্থির হয়েছে ৩ হাজার ৫২১ রিঙ্গিত। প্রধান বৈশ্বিক মুদ্রায় যা ৭৯৫ ডলার ৫৩ সেন্ট। বিগত ৪ অক্টোবরের পর যা সবচেয়ে কম।
সবমিলিয়ে এ সপ্তাহে পাম অয়েলের দরপতন ঘটেছে ১০ দশমিক ২ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ১৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহের পর যা সর্বোচ্চ মূল্য হ্রাস।
সেলানগর-ভিত্তিক ব্রোকারেজ পেলিনডাং বেসতারির পরিচালক পারামালিঙ্গম সুপ্রামানিয়াম বলেন, সয়াবিন ও সূর্যমুখী এবং অন্যান্য ভোজ্যতেলের দাম কমেছে। ফলে পাম অয়েলের দরের ওপর চাপ সৃষ্টি হয়েছে। অবশ্য কম উৎপাদন এবং সীমিত মজুত ভোজ্যতেলটির বাজারকে কিছুটা সমর্থন দিয়েছে।
শেয়ার বিজনেস24.কম