ঢাকা   শনিবার ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

আবার কমলো সোনার দাম, ভরিতে কাটা গেল ৩ হাজার টাকা

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ১৩ মে ২০২৫

আবার কমলো সোনার দাম, ভরিতে কাটা গেল ৩ হাজার টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৩৮ টাকা হ্রাস পেয়েছে, যা স্বর্ণপ্রেমীদের জন্য খানিকটা স্বস্তির খবর। এই কমার ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা। নতুন এই দাম মঙ্গলবার (১৪ মে) থেকে কার্যকর হবে।

সোমবার (১৩ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল দেশে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। এরপর ১০ মে ভরিপ্রতি দাম ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকায় নেমে আসে। এখন সেই দাম আরও কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকায়। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সোনার দাম প্রায় ১০ হাজার টাকার বেশি কমেছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম দাঁড়াবে ১ লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা। তবে সোমবার পর্যন্ত এই মানের সোনা যথাক্রমে বিক্রি হচ্ছিল ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা, ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকায়।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার মান ও নকশাভেদে এই মজুরির তারতম্য হতে পারে বলেও জানানো হয়েছে।