
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শেয়ারবাজারে টানা ১০ দিনের ছুটি পড়ায় বিনিয়োগকারীদের স্বস্তা দিতে ঈদের আগের দুই শনিবার লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) শেয়ারবাজার খোলা থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শেয়ারবাজারেও ছুটি বাড়ানো হয়েছে। এ বছর ৫ জুন (বুধবার) থেকে ছুটি শুরু হয়ে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত চলবে। এই সময়ে শেয়ারবাজারে কোনো লেনদেন হবে না।
ঈদের ছুটির মধ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) তারিখেও শেয়ারবাজার বন্ধ থাকবে বলে ডিএসই জানিয়েছে। ফলে ঈদের আগেই কিছু অতিরিক্ত কর্মদিবস সংযুক্ত করে বাজারে স্বাভাবিক লেনদেনের সুযোগ রাখতে দুইটি শনিবার খোলা রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবশেষে, ছুটির পর ১৫ জুন (শনিবার) থেকে দেশের শেয়ারবাজারে আবারও স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।