ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। কমিশন আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের জন্য চিঠি পাঠিয়েছে।
এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৭ ডিসেম্বর তফসিল সংক্রান্ত কমিশনের সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে এবং এর দু’দিনের মধ্যে তফসিল ঘোষণা করা যেতে পারে।’
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আরপিও-এর সর্বশেষ সংশোধনীগুলো অনুমোদিত হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরেই চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।
























