ঢাকা   বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রাহায়ণ ১৪৩২

পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন এবং ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বে পুলিশকে সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনের বিশেষত্ব মনে রাখবে এবং এটি স্মরণীয় হয়ে থাকবে।

৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব না থাকে। প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন, নতুন বাংলাদেশের জন্ম দিতে হলে পুলিশকে দায়িত্বের সঙ্গে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে।