বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি তৈরি হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে “বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই” বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার সকল নাগরিককে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, “দেশে যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত।” বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বারবারই জোর দিয়ে বলেন—বাংলাদেশে কারও জন্য কোনো নিরাপত্তা শঙ্কা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকেই স্পষ্ট—তারেক রহমানসহ যে কেউ দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা হবে।
























