ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

"সরকার ব্যর্থতার কারণ জানালেন উপদেষ্টা মাহফুজ"

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৫৪, ৮ মে ২০২৫

আন্তর্বর্তী সরকারের কার্যকারিতার অভাব নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, আর তারই জবাব দিলেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার গত আট মাসে জনগণের প্রত্যাশা পূরণে কেন ব্যর্থ—সে প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘কৈফিয়ত কিংবা বাস্তবতা’ শিরোনামে এক দীর্ঘ পোস্টে মাহফুজ আলম বলেন, ক্ষমতার ভরকেন্দ্র বহুস্তরবিশিষ্ট হওয়ায় সরকারের হাতে ক্ষমতা থাকলেও বাস্তবত চলমান কাজগুলো নিয়ন্ত্রণ করছে পুরনো রাজনৈতিক-প্রশাসনিক কাঠামো। তার ভাষায়, "জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়।"

তিনি অভিযোগ করেন, প্রশাসন, বিচার বিভাগ, এমনকি পুলিশেও এখনো পুরোনো দলীয় প্রভাব অটুট রয়েছে। রাজনৈতিক দলগুলো এখন ‘সহযোগী ভূমিকাতেও নেই’, অথচ তারা ‘স্টেইকহোল্ডার’ হয়ে বসে আছে।

উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধিত্বের ঘাটতির দিকেও ইঙ্গিত করেন তিনি। প্রায় তিন ডজন সদস্যের মধ্যে মাত্র দু’জন ছাত্র প্রতিনিধি থাকায় সিদ্ধান্ত গ্রহণে ছাত্রদের কার্যকর ভূমিকা নেই বলেও উল্লেখ করেন মাহফুজ। এস্টাবলিশমেন্টের মধ্যে ছাত্রদের প্রভাব কাটছাঁট করার প্রবণতা এবং তাদের বিভক্ত অবস্থা এই দুর্বলতার অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি।

মাহফুজ আরও জানান, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রে দুর্নীতি ও আপস, মিডিয়া ও অর্থনীতিতে আগের সরকারের আধিপত্য এবং পুরোনো দ্বিদলীয় রাজনীতির স্থায়ীত্ব—এই সব কিছুই নতুন সরকারকে জিম্মি করে রেখেছে। ডান ও বাম—উভয়পন্থী রাজনৈতিক শক্তির দ্বিধান্বিত ভূমিকা এবং অভ্যুত্থান-পরবর্তী ছাত্র-জনতার বিভাজনও পরিস্থিতি জটিল করে তুলেছে।

সবচেয়ে হতাশাজনক দিক হিসেবে উপদেষ্টা তুলে ধরেন, অভ্যুত্থানের শহরকেন্দ্রিক সীমাবদ্ধতা এবং গ্রাম পর্যায়ে এর অনুপ্রবেশে ব্যর্থতা।

তার মতে, সমাধান একটাই—ছাত্রদের মাঝে আদর্শ, ঐক্য ও নিষ্ঠা ফিরিয়ে আনা এবং তাদের রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ন্যায্য হিস্যা নিশ্চিত করা। পাশাপাশি পুরনো বন্দোবস্তের ‘সৈনিকদের’ অকার্যকর করে তুলতে হবে।

এই বক্তব্যে পরিষ্কার—সরকারি কাঠামোর সীমাবদ্ধতা, রাজনৈতিক স্বার্থবাদিতা এবং ছাত্র-জনতার অভিজ্ঞতার ঘাটতি মিলে একটি চ্যালেঞ্জিং বাস্তবতায় কাজ করছে অন্তর্বর্তী সরকার।