ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

বলিউডে শোকের ছায়া: প্রয়াত পরিচালক রণো মুখোপাধ্যায়

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৬, ২৯ মে ২০২৫

বলিউডে শোকের ছায়া: প্রয়াত পরিচালক রণো মুখোপাধ্যায়

ভারতীয় চলচ্চিত্র পরিচালক রণো মুখোপাধ্যায় আর নেই। ৮৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মুম্বাইয়ে তাঁর মৃত্যু হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সেদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ‘হায়ওয়ান’ (১৯৭৭) ও ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫)–র মতো ছবির জন্য পরিচিত এই নির্মাতা ছিলেন বলিউডের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের একজন প্রবীণ সদস্য।

রণো মুখোপাধ্যায় ছিলেন অভিনেত্রী কাজল, রানী মুখোপাধ্যায়, তানিশা ও নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের চাচা। তাঁর কন্যা শর্বাণী মুখোপাধ্যায় একসময় অভিনয়ে যুক্ত ছিলেন।

পরিবারের অনেকেই শেষকৃত্যে উপস্থিত থাকলেও কাজল ছিলেন অনুপস্থিত। তিনি বর্তমানে নতুন সিনেমা ‘মা’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। নির্মাতা অয়ন মুখোপাধ্যায় ও তনুশ্রী মুখোপাধ্যায় ছাড়াও সেখানে ছিলেন বলিউড পরিচালক আশুতোষ গোয়ারিকর, যিনি প্রয়াত দেব মুখোপাধ্যায়ের জামাতা।

চলতি বছর মার্চে রণো মুখোপাধ্যায়ের ভাই ও অয়ন মুখোপাধ্যায়ের বাবা, অভিনেতা দেব মুখোপাধায়ও প্রয়াত হন। কয়েক মাসের ব্যবধানে পরিবারের দুই প্রবীণ সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ মুখোপাধ্যায় পরিবার ও বলিউড অঙ্গন।