জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছেলেদের শিফটের ফলাফলও প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। এর আগে সকালে মেয়েদের শিফটের ফল প্রকাশিত হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে ছেলে-মেয়ে আলাদা ইউনিটে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
জানা যায়, গত বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মেয়েদের পরীক্ষা শুরু হয়। এদিন দুপুর ১টা ৫০ মিনিটে চতুর্থ শিফটের মধ্য দিয়ে চতুর্থ দিনের পরীক্ষা শেষ হয়। এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা ৫০ মিনিটে শেষ হয় ছেলেদের পরীক্ষা।
মেয়েদের শিফটের ফল প্রকাশের পর জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম বলেছিলেন, ‘ডি’ ইউনিটে মেয়েদের ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৩৭ হাজার ৮৭৭টি। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। পাস করেছেন ১২ হাজার ৯০০ জন। সে হিসেবে পাশের হার ৫১ দশমিক ৬ শতাংশ।
শেয়ার বিজনেস24.কম
























