ঢাকা   মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের বড় সুখবর: দুই ধাপে বাড়ছে ১৫% বাড়িভাড়া ভাতা

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৪, ২১ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বড় সুখবর: দুই ধাপে বাড়ছে ১৫% বাড়িভাড়া ভাতা

অবশেষে আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বাড়তি ভাতা দুই ধাপে কার্যকর হবে—প্রথম ধাপে ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে, আর দ্বিতীয় ধাপে আরও ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে সরকার বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে তিন দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এটি শিক্ষা বিভাগের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।” শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথটি সহজ ছিল না। মতভেদ ও বিতর্কের মধ্যেও সরকার টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে।”

মন্ত্রণালয় জানায়, এটি কারও একার জয় নয়—এটি যৌথ সাফল্য। শিক্ষকদের আন্দোলন সরকারকে বাস্তবতা বোঝাতে সাহায্য করেছে, আর সরকারের দায়িত্বশীল সাড়া দিয়েছে শিক্ষকদের নতুন আশার আলো। এখন সময় শিক্ষকদের ক্লাসরুমে ফিরে গিয়ে দেশের শিক্ষাকে এগিয়ে নেওয়ার।