JAC EnergyPac Power
Crystal Life Insurance
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

বিশিষ্ট শিল্পপতি রিয়াজত আলীর মৃত্যুতে শোক


২৭ ডিসেম্বর ২০২০ রবিবার, ০৪:২১  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


বিশিষ্ট শিল্পপতি রিয়াজত আলীর মৃত্যুতে শোক

বিশিষ্ট শিল্পপতি, প্রকৌশলী ও সমাজসেবক আউটরাইট গ্রুপ, আউটপেস স্পিনিং মিলস্ লিমিটেড এবং আরএ স্পিনিং মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো: রিয়াজত আলী বাচ্চু (৭৪) ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে গত ২৫ ডিসেম্বর বার্ধক্যজনিতকারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মোহামেডান ক্লাবের প্রাক্তন একনিষ্ট সংগঠক ছিলেন এবং অষ্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালনা পরিষদের পরিচালক ছিলেন।

তিনি স্ত্রী, বড় পুত্র প্রকৌশলী রাজীব হায়দার, ছোট পুত্র প্রকৌশলী রূবায়েত হায়দার ও কন্যা রেজওয়ানা সিলভী, পুত্রবধু, জামাতা, দুই নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যু তাঁর পরিবার ও বাংলাদেশের বেসরকারি খাতের জন্য এক অপুরনীয় ক্ষতি।

আগামীকাল সোমবার ২৮ ডিসেম্বর বাদ যোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর খিলগাঁও বটতলা জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরন্থানে দাফনের কাজ সম্পন্ন হবে।

তাঁর বিদেহী আত্মা যেন জান্নাতবাসী হন সেজন্য পরম করূনাময় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: