২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৮:৩৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
সাবেক পর্নস্টার সানি লিওন আবারও ফিরছেন। না! তার পুরনো ক্যারিয়ারে নয়। আসলে তিনি ফিরছেন টেলিভিশন পর্দায়। মঙ্গলবার ‘বিগ বস ১০’এর ঘরে ফের ঢুকছেন এই বলিউড অভিনেত্রী। তবে এবার প্রতিযোগী নয়, বিচারকের ভূমিকায়।
২০১১ সালে সানি লিওন ইন্দো-কানাডিয়ান তারকা হিসেবে বিগ বস হাউসে কাটিয়েছিলেন টানা ৪২ দিন। তবে এবার তিনি একটি গেমে অংশ নিতে যাচ্ছেন। বিগবসে উপস্থিত ১০ প্রতিযোগীর কাজ হল সানিকে ইমপ্রেস করা। এরপর তাদের নম্বর দেবেন নায়িকা।
পাঁচ বছর আগে ‘বিগ বস’ থেকে বের হওয়ার ‘জিসম ২’তে অফার পেয়েছিলেন সানি। তারপর আমির খানের সঙ্গে বন্ধুত্ব, শাহরুখ খানের ‘রইস’-এ স্পেশাল ডান্স, নিউইয়র্ক ফ্যাশন উইকের র্যাম্প তার ক্যারিয়ারের মুখ বদলে দিয়েছিল। এতদিন পরে ফের টেলিভিশন। তাকে দেখার অপেক্ষায় রয়েছেন কার ভক্তরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।