
উত্তরের জেলা দিনাজপুরে সবচেয়ে বেশি গরম পড়েছে। গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলায়। রোববার (৪ জুন) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৫৮ সালের ৩ জুন জেলায় এই তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, রোববার বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস, আর্দ্রতা ১৬ শতাংশ। শনিবার (৩ জুন) জেলার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার ছিল ৪১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এমন অবস্থায় নাজেহাল হয়ে পড়েছে জেলার জনজীবন। খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই। সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আয় উপার্জনের জন্য বাড়ি থেকে বের হলেও ঠিকভাবে কাজ করতে পারছেন না তারা। অল্প একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন।
শেয়ার বিজনেস24.কম