ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

একনজরে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

একনজরে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে ২০২৫) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো— ফিনিক্স ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ এবং এনসিসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩২ টাকা ৪২ পয়সা। বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই বিকাল ৩টায়, ডিজিটাল পদ্ধতিতে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে EPS হয়েছে ৫ টাকা ৭ পয়সা এবং NAVPS ৪৭ টাকা ২৫ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ১৯ জুন, ডিজিটাল পদ্ধতিতে; রেকর্ড ডেট ২৭ মে।

রিপাবলিক ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমন্বিত EPS হয়েছে ২ টাকা ৯ পয়সা এবং NAVPS ১৯ টাকা ৩১ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ২৫ জুন, রেকর্ড ডেট ২৫ মে।

ব্যাংক এশিয়া: ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ২ টাকা ১৪ পয়সা এবং NAVPS ২৭ টাকা ২৮ পয়সা। AGM হবে ১৭ জুন; রেকর্ড ডেট ২৬ মে।


এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ১ টাকা ২৩ পয়সা এবং NAVPS ১৯ টাকা ২৯ পয়সা। AGM অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই, রেকর্ড ডেট ২৫ মে।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ১ টাকা ৫২ পয়সা এবং NAVPS ২১ টাকা ৯ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ২৫ জুন সকাল ১১টায়, ডিজিটাল পদ্ধতিতে। রেকর্ড ডেট ২২ মে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ১ টাকা ৮৯ পয়সা এবং NAVPS ২৩ টাকা ৭৯ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ৭ আগস্ট, রেকর্ড ডেট ১২ জুন।


ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং NAVPS ১৭ টাকা ২৪ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ৩১ জুলাই সকাল সাড়ে ১১টায়; রেকর্ড ডেট ১৮ জুন।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ: কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ৩ টাকা ৪১ পয়সা এবং NAVPS ২২ টাকা ৫৬ পয়সা। ২৫তম AGM অনুষ্ঠিত হবে ৩১ জুলাই সকাল ১১টায়, ডিজিটাল পদ্ধতিতে; রেকর্ড ডেট ১৮ জুন।


কর্ণফুলী ইন্স্যুরেন্স: ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ২ টাকা ১৫ পয়সা এবং NAVPS ২২ টাকা ৭৫ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ৩০ জুলাই, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে। রেকর্ড ডেট ২৮ মে।

এনসিসি ব্যাংক: ব্যাংকটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। EPS হয়েছে ২ টাকা ১০ পয়সা এবং NAVPS ২৭ টাকা ৩৭ পয়সা। AGM অনুষ্ঠিত হবে ২ জুলাই, রেকর্ড ডেট ২৬ মে।