ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

হোন্ডা ১৬০ সিসির মোটরসাইকেল আনছে

কেনাকাটা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ৩০ জুলাই ২০২৩

হোন্ডা ১৬০ সিসির মোটরসাইকেল আনছে

হোন্ডা ইউনিকর্নকে অনুসরণ করে এসপি সিরিজের নতুন মোটরসাইকেল আনছে। নতুন এই বাইকের মডেল হোন্ডা এসপি১৬০। আগস্ট মাসেই নতুন বাইকটি বাজারে আনবে হোন্ডা।

চেহারার দিক দিয়ে এসপি১২৫ মডেলের সঙ্গে খুব একটা ফারাক নাও থাকতে পারে। তবে নতুন মডেলে মিলবে এলইডি হেডল্যাম্প, মাসকুলার ডিজাইনের ফুয়েল ট্যাংক এবং সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যা এই সেগমেন্টে বাইকটিকে একটি প্রিমিয়াম ছোঁয়া দেবে।

ব্রেকিংয়ের ক্ষেত্রে এতে মিলবে সামনের চাকার ফ্রন্ট ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং পেছন চাকায় ড্রাম ব্রেক। সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবসর্বার।

হোন্ডা এসপি ১৬০ মডেলের বাইকে দেখা যেতে পারে ১৬২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১২.৭ ব্রেক হর্সপাওয়ার এবং ১৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

বাইকটিতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দিয়েছে হোন্ডা। এই মোটরসাইকেলের সম্ভাব্য দাম হতে পারে ভারতে সোয়া লাখ রুপি।

শেয়ার বিজনেস24.কম