ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হাতিরঝিলে দৌড় উৎসব, দৌড়াবেন তো? আগে করতে হবে নিবন্ধন

জীবনযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২১, ১১ মে ২০২৫

সর্বশেষ

হাতিরঝিলে দৌড় উৎসব, দৌড়াবেন তো? আগে করতে হবে নিবন্ধন

ঢাকার রোমাঞ্চপ্রিয় দৌড়বিদদের জন্য এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা মেট্রো হাফ ম্যারাথন’। আসছে ১১ জুলাই ভোরে হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এই দৌড় উৎসব। অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দের দৌড় বিভাগে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন।

আয়োজক ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, এবারের ম্যারাথনে চারটি বিভাগ থাকছে—২১ দশমিক ১ কিলোমিটার (হাফ ম্যারাথন), ১৫ কিলোমিটার, সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার (শিশুদের জন্য)। বিভাগ অনুযায়ী নিবন্ধন ফি যথাক্রমে ১ হাজার ৬০০ টাকা, ১ হাজার ৫০০ টাকা, ১ হাজার ৪০০ টাকা ও ১০০০ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে ঢাকার ঐতিহ্য, জীবনধারা ও স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়াস রয়েছে।

এরই মধ্যে ঢাকা মেট্রো হাফ ম্যারাথনের নিবন্ধনপ্রক্রিয়াও শুরু হয়েছে, যা চলবে ২২ মে পর্যন্ত। নিবন্ধনসহ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে (https://register.runbangladesh.com/dmhm2025/) রান বাংলাদেশের ওয়েবসাইটে।

সর্বশেষ