
আপনি কখনও কল্পনা করেছেন, সাইকেল চালাতে না জানলেও আকাশে সাইকেল চালানোর সুযোগ পাবেন? অবাক করা হলেও, নেপালে এমন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। মূলত নেপালের অন্নপূর্ণা বেজক্যাম্প ট্রেইল শেষ করার পর হাতে তিন দিনের সময় ছিল। তখন সফরসঙ্গীদের সঙ্গে সিদ্ধান্ত নিলাম, চন্দ্রগিরি হিলস ঘুরে আসব।
কাঠমান্ডু উপত্যকার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চন্দ্রগিরি হিলস, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫৫১ মিটার ওপরে। এখান থেকে কাঠমান্ডু শহর, অন্নপূর্ণা ও হিমালয় পর্বতমালার অপরূপ দৃশ্য দেখা যায়। আমরা কেব্ল কারে চড়ে চূড়ায় পৌঁছালাম এবং সেখানে নানা অ্যাকটিভিটিতে অংশ নেওয়ার সুযোগ পেলাম। বিশেষত, স্কাই সাইক্লিং, যা ছিল এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা।
স্কাই সাইক্লিং মূলত রোপের ওপর সাইকেল চালানো, যেখানে নিরাপত্তার জন্য সেফটি বেল্ট এবং হেলমেট দেওয়া হয়। যদিও স্কাই সাইক্লিং করার আগে একটি সম্মতিপত্রে সই করতে হয়, কিন্তু এতে কোনো ভয় নেই। সাধারণত এসব ট্যুরিস্ট স্পটে নিরাপত্তা নিশ্চিত থাকে, তবে যারা উচ্চতাভীতিতে ভোগেন, তারা এমন কার্যক্রমে অংশ না নেওয়াই ভালো।
যেহেতু আমার উচ্চতাভীতি ছিল না, পুরো অভিজ্ঞতাটি উপভোগ করেছি। সাইকেল না চালানো সত্ত্বেও, রোপে সাইকেল চালানোর অনুভূতি ছিল অবিশ্বাস্য। প্রথমে একটু ভয় হলেও, একসময় পুরো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম। প্রায় আধা কিলোমিটার সাইকেল চালিয়ে অপর প্রান্তে পৌঁছাতে হয়। ফিরতি পথও ছিল সমান রোমাঞ্চকর।
এই ছোট সময়টুকু, মাত্র তিন থেকে চার মিনিটের সফর, আমার জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।