ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শিশুর কোষ্ঠকাঠিন্যই ডেকে আনছে পায়ুপথের ভয়াবহ রোগ

স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৩, ১১ মে ২০২৫

সর্বশেষ

শিশুর কোষ্ঠকাঠিন্যই ডেকে আনছে পায়ুপথের ভয়াবহ রোগ

আধুনিক জীবনের স্থবিরতা, অনিয়মিত খাদ্যাভ্যাস আর ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তির ফলে শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। তবে এই সাধারণ সমস্যাই শিশুদের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ কিছু পায়ুপথজনিত রোগ

। কোষ্ঠকাঠিন্যের কারণে শিশুরা যে সমস্যাগুলোয় ভোগে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিসার বা ভগন্দর, যেখানে মলদ্বারে ক্ষত তৈরি হয়ে ব্যথা ও রক্তপাত হয়। বড়দের মতো শিশুদের মধ্যে পাইলস কম হলেও অন্য সমস্যাগুলো অনেকটাই ঝুঁকিপূর্ণ। যেমন—পায়ুপথে ফোড়া (অ্যাবসেস), যা পরে ফিস্টুলা হয়ে জটিল আকার ধারণ করতে পারে। ফিস্টুলা হলো এমন এক ক্ষত, যার একটি মুখ ভেতরে, আরেকটি বাইরে থাকে।

এ ছাড়া কোষ্ঠকাঠিন্য থেকে হেমাটোমা তৈরি হতে পারে, যেখানে রক্তনালি ফেটে গিয়ে ব্যথাযুক্ত রক্তজমাট হয়। কখনো কখনো প্রোলাপস দেখা দিতে পারে, যেখানে বৃহদন্ত্রের অংশ বেরিয়ে আসে। বারবার রক্ত যাওয়ার মতো লক্ষণ দেখা গেলে পলিপও হতে পারে, যার চিকিৎসা অস্ত্রোপচারেই সম্ভব। এসব সমস্যা এড়াতে শুরু থেকেই শিশুকে শাকসবজি, আঁশযুক্ত খাবার ও পানি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি খেলাধুলা, কায়িক পরিশ্রমে উৎসাহ দেওয়া এবং দীর্ঘসময় বসে থাকা থেকে বিরত রাখা জরুরি। কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়াই হবে নিরাপদ পথ। অসাবধানতা ও অবৈজ্ঞানিক চিকিৎসা ভবিষ্যতের জন্য ভয়ংকর হতে পারে।

সর্বশেষ