
নাটোরের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত নলডাঙ্গার হালতির বিল। বর্ষায় এই বিলের সৌন্দর্য উপভোগ করতে নাটোরসহ বিভিন্ন জেলা থেকে আসেন হাজারো দর্শনার্থী। কিন্তু গত শুক্রবার হালতি বিলে ঘটে এক বড় দুর্ঘটনা।
যেখানে নৌকা উল্টে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়। এরপর থেকে পর্যটকদের জন্য লাইফজ্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত না করা পর্যন্ত এই বিলে পর্যটকবাহী নৌকা চলাচল বন্ধ থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার লালপুর থেকে আরিফ ইসলাম তার দুই সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে আসেন হালতির বিলে। সেখানে স্যালো ইঞ্জিনচালিত নৌকাটি ঘুরতে ঘুরতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক খুঁটির টানা দেওয়া তারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এ সময় নৌকা থেকে পড়ে যাওয়া সবাই সাঁতরে তীরে উঠলেও দুই ভাই সাদমান আবদুল্লাহ (১১) ও আবদুর রহমান (৯) নিখোঁজ হয়। পরে সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার দুপুরে তাদের জানাজা শেষে দাফন করা হয়।
এ ঘটনার পর গতকাল সকাল থেকে বিলে যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ নেই এমন পর্যটকবাহী নৌকা চলাচলে নিষেধাজ্ঞা দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আকরামুল হক। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, `হালতির বিলের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। তাই যাত্রীবাহী নৌকায় পর্যটকদের জন্য লাইফজ্যাকেট, টিউব বা অন্যান্য উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার পর বিলে পর্যটকবাহী নৌকা চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।`
তিনি আরো বলেন, `এসব নিয়ম যেই নৌকা চালকরা মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।` বিধিনিষেধ তদারকি করার জন্য নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার সদস্যদের গতকাল সকাল থেকে বিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে।
শেয়ার বিজনেস24.কম