
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে পেটানোর ঘটনায় নেহাল আহমেদ ওরফে জিহাদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সকালে মুক্তারপুর নৌ পুলিশের এসআই মিলন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় এই মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় করা মামলায় যৌন নিপীড়ন, বেআইনি অনুপ্রবেশ, লঞ্চে ভাঙচুর, লুটপাট ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলায় নেহাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার তিনি নিজেই থানায় গেলে পুলিশ তাঁকে আটক করে। যদিও নির্যাতিত দুই তরুণী বা লঞ্চ কর্তৃপক্ষ কেউ থানায় অভিযোগ দিতে আসেননি, শেষ পর্যন্ত পুলিশের উদ্যোগেই মামলা করা হয়।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার, যখন এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে দুই তরুণীকে এক তরুণ বেল্ট দিয়ে মারধর করেন। সেই দৃশ্য স্থানীয়রা মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তরুণীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে আর আশপাশের লোকজন উল্লাস করছে, স্লোগান দিচ্ছে। এই ন্যক্কারজনক ঘটনায় সামাজিকমাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
মামলার তদন্ত করবে নৌ পুলিশ। ওসি সাইফুল আলম জানিয়েছেন, নেহাল আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই ঘটনার মাধ্যমে ফের একবার জনসম্মুখে নারীর প্রতি সহিংসতা ও সামাজিক উদাসীনতার নগ্ন প্রকাশ উঠে এলো।