ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

স্থগিত কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২৭ মে

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৭, ১৭ মে ২০২৩

সর্বশেষ

স্থগিত কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২৭ মে

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডকে জানিয়েছি। খুব দ্রুতই এ বিষয়ে বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে স্থগিত দাখিল পরীক্ষা পরবর্তী তারিখ জানা যাবে আজ। ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ