ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে সেমিনার

কর্পোরেট

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ১১ মে ২০২৫

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে সেমিনার

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসিতে বাংলাদেশের ওষুধ শিল্পের পরিবর্তন ও ভবিষ্যত নেতৃত্ব তৈরি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে “চেঞ্জিং ফার্মাসিউটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ: শেপিং ফিউচার লিডারস” শিরোনামে অনুষ্ঠিত এই সেমিনারে অ্যাকাডেমিকস, ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন। আলোচকরা বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ, সাম্প্রতিক অগ্রগতি এবং ভবিষ্যত নেতৃত্ব তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ও ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সদস্য প্রফেসর ড. মো. সেলিম রেজা তার বক্তব্যে নকল ও ভেজাল ওষুধের ভয়াবহতা তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন এবং ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. আবদুর রশিদ ওষুধ শিল্পের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য পরিবেশবান্ধব এবং টেকসই উৎপাদন পদ্ধতি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন এবং ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড চৌধুরী মাহমুদ হাসান ফার্মাসিউটিক্যাল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

রেনেটা পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ এস. কায়সার কবীর দেশের ওষুধ রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বায়োইকুইভেলেন্স পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বায়োইকুইভেলেন্স হলো-যেখানে দুটি ওষুধের গঠনে একই ধরনের কার্যকর উপাদান থাকে এবং রোগীদের ওপর সেগুলোর প্রভাবও প্রায় এক রকম হয়।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ফামের্সি কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যাতে তারা তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব জ্ঞানার্জনের প্রতিও মনোযোগী হয়।

ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মুক্তাদির সিনথেটিক কেমিস্ট্রি বিষয়ে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার আহ্বান জানান।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার তার বক্তব্যে ভবিষ্যৎ ফার্মাসিউটিক্যাল পেশাজীবীদের নেতৃত্ব বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে চায়।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আকতার হোসেন, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন প্রফেসর এ এফ এম ইউসুফ হায়দার, স্কুল অব ফার্মেসির ভারপ্রাপ্ত চেয়ারপারসন প্রফেসর ড. রওশনারা আক্তার এবং সেমিনারের আহ্বায়ক প্রফেসর ড. শরমিন্দ নীলোৎপল।

সর্বশেষ