ঢাকা   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রাশিয়ান রুবলের বিপরীতে মান বেড়েছে ডলারের , ইউরোর কমেছে

রাশিয়ান রুবলের বিপরীতে মান বেড়েছে ডলারের , ইউরোর কমেছে

মস্কো এক্সচেঞ্জে মঙ্গলবার ট্রেডিং শুরুর সময় ডলারের দাম ৩২.৭৫ কোপেক (পয়সা) বেড়ে ৮১.২৮ রুবল হয়েছে।

ইউরোর মান ২৮.২৫ কোপেক কমে দাঁড়ায় ৮৬.৫১ রুবল।

রুবলের বিপরীতে চীনা ইউয়ানের মান ০.১ কোপেক বেড়ে ১১.৩৭ রুবল হয়েছে।

শেয়ার বিজনেস24.কম