facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

যুক্তরাজ্যে অস্ট্রেলিয়ার ৯৯% রপ্তানি পণ্য শুল্কমুক্ত


০৪ জুন ২০২৩ রবিবার, ১১:৫৬  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


যুক্তরাজ্যে অস্ট্রেলিয়ার ৯৯% রপ্তানি পণ্য শুল্কমুক্ত

সম্প্রতি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে উভয় দেশের প্রধান আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কারণ, এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের বাজারে অস্ট্রেলিয়ার ৯৯ শতাংশের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা লাভ করে। 

ব্রিটিশ হাইকমিশনার ভিকি ট্রেয়াডেল অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মধ্যকার এই বাণিজ্য নোটটি প্রকাশ করেন।

চুক্তি অনুযায়ী গত বুধবার (৩১ মে) থেকে অস্ট্রেলিয়ার ৯৯ শতাংশেরও বেশি পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশের অনুমতি পেয়েছে।

অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী টিম আয়ারস জানিয়েছেন, চুক্তিটি রপ্তানিকারক, কোম্পানি ও শ্রমিকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে।

যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার ১২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। উভয় দেশের মধ্যে ২০২২ সালে ১ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পন্ন হয়েছে। এ ছাড়া ২০২১-২২ অর্থবছরে ৪৪০ কোটি ডলারের পরিষেবা বাণিজ্য হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: