
আর মাত্র ১০ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতে ৫ অক্টোবর থেকে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। যেখানে উদ্বোধনী এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করতে দেখা যাবে কুমার ধর্মসেনা ও নিতিন মেননকে। এছাড়া তাদের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকবে পল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরাফউদ্দৌলা ইবনে সৈকত। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রীনাথ।
২০১৯ বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সুপার ওভারেও ম্যাচ টাই হলে বাউন্ডারির হিসেবে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচেও অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ধর্মসেনা। ২০১৫ বিশ্বকাপ ফাইনালেই ইতিহাস গড়েছিলেন ধর্মসেনা। প্রথম ক্রিকেটার ও আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকার কীর্তি গড়েছিলেন তিনি। এদিকে সৈকত প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
আইসিসি আগেই বিশ্বকাপের জন্য ২০ জন্য ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণা করেছে। এর মধ্যে ১৬ জন আম্পায়ার ও ৪ জন্য রয়েছেন ম্যাচ রেফারি। বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ারদের মধ্যে ১২ জনই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার।
১৬ আম্পায়ারের মধ্যে ৬ জন এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। বাকিরা এর আগেও এই বিশ্ব আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন রড টাকার। এবারের বিশ্বকাপেও আছেন তিনি।
শেয়ার বিজনেস24.কম