ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক দলকে শাস্তির সুযোগ রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধন

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:৫৭, ১১ মে ২০২৫

সর্বশেষ

রাজনৈতিক দলকে শাস্তির সুযোগ রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছে সরকার, যার ফলে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। সংশোধিত এই আইনের মাধ্যমে ট্রাইব্যুনালকে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল, এমনকি সম্পত্তি জব্দ করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

এই সংক্রান্ত গেজেট শনিবার জারি করা হয় এবং রোববার বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, "সংশোধনের ফলে সংগঠনকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে, যা প্রসিকিউশনের মতে সময়োপযোগী ও যথোপযুক্ত সিদ্ধান্ত।" তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রচলিত আইনেও সংগঠন নিষিদ্ধের বিধান থাকলেও আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনালে এমন বিচার হলে তা জনসাধারণের কাছে বেশি গ্রহণযোগ্য হবে।

এছাড়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের বাদী, সাক্ষী এবং ‘জুলাই আন্দোলন’ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। একইসঙ্গে, ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আইনে ‘সংগঠন’ শব্দটির সংজ্ঞাও বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, যার আওতায় যেকোনো রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেও বিচারযোগ্য হিসেবে গণ্য করা হবে। সংশ্লিষ্ট আইনের ৩ ধারা উপধারা (২)-এর অধীনে অপরাধ সংঘটন, আদেশ প্রদান, সহায়তা বা উসকানির মতো কার্যক্রমে সংশ্লিষ্টতা থাকলে সেই সংগঠনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

 

সর্বশেষ