ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে মা দিবসে তারেক রহমানের পোস্ট

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:১০, ১১ মে ২০২৫

সর্বশেষ

‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে মা দিবসে তারেক রহমানের পোস্ট

মা দিবস উপলক্ষে বিশ্বের সব মাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি বিশেষভাবে শ্রদ্ধা জানান তাঁর মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, যাকে তিনি উল্লেখ করেছেন "নারী শিক্ষার আলোকবর্তিকা" ও "গণতন্ত্রের মা" হিসেবে।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, মা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মাতৃত্বের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য উপলক্ষ। তিনি বলেন, “মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান”, যাঁর শিক্ষায় শিশু গড়ে ওঠে, যার আদরে বিকশিত হয় সন্তানের মানবিক গুণাবলি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শাসনামলে দেশে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল। মেয়েদের স্কুলে ঝরে পড়া রোধে নেওয়া হয়েছিল নানা কার্যকরী উদ্যোগ। সেই ত্যাগ-পরিশ্রমের কথা স্মরণ করে আজকের দিনে তিনি তাঁর মাকে গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি মা যেন সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন এবং তাঁদের ভালোবাসা ও সুমহান শিক্ষায় জাতির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক। বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, “আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”

 

সর্বশেষ