
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। রোববার (৪ জুন) সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুধিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মুছা মিয়া (৬৪), বানিয়াচং উপজেলা চৌধুরীপাড়া গ্রামের জিয়াউল হক (৩৬) এবং চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের রফিক মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় সুধিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন।
এ সময় বাসটিও পার্শ্ববর্তী খালে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি। নাজমুল হক কামাল আরো বলেন, `দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছেন। তিনজনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।`
শেয়ার বিজনেস24.কম