
সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দুয়েক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা। লাল বেনারসিতে কনের সাজে সজ্জিত প্রেরণার ছবিগুলো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ছবিগুলোতে বর বেশে দেখা গেছে সৈকতকেও। তবে প্রশ্ন উঠেছে—এটা কি সত্যিকারের বিয়ে, নাকি শুধুই ফটোশুট?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে নেটিজেনদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রেরণা এবং সৈকতের মধ্যে বিয়েটা সত্যিই হয়েছে। আবার কেউ কেউ দাবি করছেন, এটি কোনো জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের ফটোশুট।
প্রেরণার রহস্যময় উত্তর
এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলা-র সঙ্গে কথা বলতে গিয়ে প্রেরণা সরাসরি বিয়ের বিষয়টি স্বীকারও করেননি, অস্বীকারও করেননি। তিনি বলেন,
“সবাই যে কনফিউজড, সেটা ভালো ব্যাপার। লোকজন আমাদের জুটিটা ভালোবাসে। এটা শুট না রিয়েল লাইফে বিয়ে করেছি, সেটা ক্রমে প্রকাশ্য। নিজেরাও বুঝতে পারিনি, এটা এতটা ভাইরাল হবে।”
প্রেরণার এই রহস্যময় মন্তব্য আরও বেশি জল্পনা তৈরি করেছে ভক্তদের মনে।
তাহলে সত্যিটা কী?
প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে প্রেরণা স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনো ‘সিঙ্গেল’। অর্থাৎ, এটিকে বিয়ে নয় বরং একটি ফটোশুট বলেই ধরে নেওয়া যায়। তবে কিসের জন্য এই ফটোশুট? সেটি এখনো অজানা।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভাইরাল ছবিগুলো নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। কেউ বলছেন, এটি নিছকই একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইন, আবার কেউ মনে করছেন হয়তো নতুন কোনো সিনেমার জন্যই এমন সাজে দেখা গেছে প্রেরণা এবং সৈকতকে।
শেষ কথা
প্রেরণার বিয়ের গুঞ্জন আপাতত ফটোশুটের দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে প্রকৃত সত্য জানতে হলে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে প্রেরণা-সৈকতের এই ভাইরাল ছবি নেটিজেনদের মনে দারুণ সাড়া ফেলেছে, সেটা নিশ্চিত।
চোখ রাখুন আপডেটের জন্য, আর খোঁজ নিন প্রেরণার জীবনের নয়া চমকের!
শেয়ার বিজনেস24.কম