ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পান্তায় মজেছেন জয়া

পান্তায় মজেছেন জয়া

বৈশাখ আসতে বাকি আরও কিছুদিন। তবে এরই মধ্যে পান্তা-ইলিশে বুঁদ হলেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফেসবুকে মঙ্গলবার (২১ মার্চ) পান্তা-ইলিশের বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। ভক্তদের মাঝে যে পোস্ট বেশ সাড়া ফেলেছে।

জয়ার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বড় পাত্রে পান্তা ভাত রাখা। সঙ্গে রকমারি ভর্তা, ছোলা, মটর। এখানেই শেষ নয়। পাত্রে পাত্রে সাজানো পদ্মার ইলিশ মাছ ভাজা আর মাংস। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘পান্তা… কান্তার বাসায়… সাথে রুপা আপার মরিচ খোলা।’

শেয়ার বিজনেস24.কম