
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রিপন (৩৫) ও মো. নাছির উদ্দিন (২৬) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মো. নুর হোসেন (২৭) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহত মো. রিপন উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।
রোববার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। লম্বা একটি লোহার রড পিলারে বসাচ্ছিলেন রাজ মিস্ত্রী রিপন ও নাছির। তখন উপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। ফলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার বিজনেস24.কম