facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

তিন গুণ পর্যটক বাড়াতে বিদেশীদের ভিসামুক্ত করছে দক্ষিণ কোরিয়া


৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার, ১০:১২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন গুণ পর্যটক বাড়াতে বিদেশীদের ভিসামুক্ত করছে দক্ষিণ কোরিয়া

বিদেশী পর্যটক আকৃষ্টে বিভিন্ন নীতি নিয়ে এগোচ্ছে দক্ষিণ কোরিয়া। বিদেশীদের ভিসামুক্ত প্রবেশ নিশ্চিত করতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম বা কে-ইটিএ ব্যবস্থা চালু করতে যাচ্ছে এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতিটি।

২০২৩ সালে ১ কোটি পর্যটক আকৃষ্ট করতে চায় দক্ষিণ কোরিয়া। গত বছরের ৩২ লাখের চেয়ে যা তিন গুণ বেশি। দক্ষিণ কোরিয়ায় ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পায় ১১২টি দেশ। এর মধ্যে সর্বোচ্চ পর্যটক আগমনকারী ২২ দেশের নাগরিকদের কেইটিএ সুবিধা দেয়া হবে।

প্রধান পর্যটক উৎস চীন ও জাপানের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়াবে দক্ষিণ কোরিয়া। বর্তমানে চীনের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা যেখানে ৬৩টি, সেপ্টেম্বর থেকে তা ৯৫৪-তে নিয়ে যাওয়া হবে।

এদিকে জাপান-দ.কোরিয়া সাপ্তাহিক ফ্লাইট যেখানে ৮৬৩টি, সেপ্টেম্বর থেকে তা ১ হাজার ৪টিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। ইয়োনহাপ এজেন্সি

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: