ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

অবশেষে বিয়ে রহস্য ফাঁস করলেন তৌহিদ আফ্রিদি

বিনোদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৮, ১৯ নভেম্বর ২০২৪

অবশেষে বিয়ে রহস্য ফাঁস করলেন তৌহিদ আফ্রিদি

বিয়ে করেও ‘গোপনে বিয়ে করলেন’ শিরোনামে হতবাক তৌহিদ আফ্রিদি!

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের গুঞ্জনে কদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম। অবশেষে টিভি সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি। তবে বিয়ের তারিখ ও সময় নিয়ে এক রহস্য রেখে তিনি জানালেন, কাবিনের কাজ সেরে ফেলেছেন পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

আফ্রিদি বলেন, **"আমি গাড়িতে বসে শুনি, গোপনে বিয়ে করলাম! আরে ভাই, বিয়ে গোপনে করিনি। আমার আপলোড দেওয়ার আগে ছবি আপলোড হয়ে গেছে!"** তিনি আরও জানান, কনে দেখতে গিয়ে কথার মাঝেই কাবিন হয়ে যায়।

তৌহিদের স্ত্রীর নাম রামিসা আল রিসা। তবে যমজ বোন রাইসা আল রোজাকে নিয়ে শুরু হয় বিভ্রান্তি। এ নিয়ে আফ্রিদি বলেন, **"যমজ হওয়ার কারণে আমার শালিকে কেউ কেউ আমার স্ত্রী বানিয়ে দিয়েছে! হাসতে হাসতে আর বোঝাতে হয়!"**

শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার দোয়া চেয়েছেন। বললেন, **"বিয়ে একটা বড় দায়িত্ব। চাই, জীবনটা গুছিয়ে নিতে পারি। আপনাদের ভালোবাসা সব সময় চাই।"**

ইউটিউব কনটেন্ট এবং টিভি উপস্থাপনায় ব্যস্ত এই তারকা জীবন ও ক্যারিয়ার সামলানোর প্রতিশ্রুতি দিলেন তাঁর ভক্তদের।

শেয়ার বিজনেস24.কম