
সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
টাইব্রেকার বুঝি এমনই—শেষ হাসি একপক্ষের, আর অন্যপক্ষের ভাগ্যে কান্না। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে হার মানে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মিস করেন সালাহ উদ্দিন ও অধিনায়ক নাজমুল হুদা—শিরোপার স্বপ্ন ভেঙে যায় মোরশেদ-নাজমুলদের।
ম্যাচের চিত্র:
প্রথম মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে ভারতের সিঙ্গামায়ুম শামির লম্বা ফ্রি-কিকে গোল হজম করে বাংলাদেশ। এরপর রক্ষণভাগে একের পর এক চাপ সামলেও ম্যাচে ফেরার চেষ্টায় লড়াই চালিয়ে যায় গোলাম রব্বানীর শিষ্যরা।
৪২ মিনিটে মিঠু-রিফাতের হেড থেকে পাওয়া একটি গোল বাতিল করে দেন শ্রীলঙ্কান রেফারি মোহাম্মদ জাফরান—যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় জয় আহমেদের দারুণ শটে ৬০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর একাধিক সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি দলটি। ফলাফল গড়ায় পেনাল্টি শুটআউটে। ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে বাংলাদেশ আশায় বুক বাঁধলেও শেষদিকে ভুলে হার মানতে হয়।
বাংলাদেশের যাত্রা:
মালদ্বীপের সঙ্গে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেখান থেকে নেপালকে হারিয়ে উঠে ফাইনালে।
এর আগে ছেলেদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে একবার (২০২২, অনূর্ধ্ব-২০) চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে ২০১৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বেশ কয়েকবার শেষ মুহূর্তে শিরোপা হাতছাড়া হয়েছে।