ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আইপিএলে মোস্তাফিজের ঝলক: ফিরে দেখা সেরা পাঁচ ম্যাচ

আইপিএলে মোস্তাফিজের ঝলক: ফিরে দেখা সেরা পাঁচ ম্যাচ

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই তাক লাগিয়ে দেন মোস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতায় ২০১৬ সালে ডাক পান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম মৌসুমেই ঝড় তোলেন বাঁহাতি এই পেসার—১৬ ম্যাচে ১৭ উইকেট, সঙ্গে দুর্দান্ত ইকোনমি রেট ৬.৯০। টুর্নামেন্ট জয়ে বড় অবদান রাখেন তিনি।

এরপর কয়েক দফা দল বদল হলেও, আইপিএলে মোস্তাফিজ হয়ে ওঠেন বাংলাদেশের এক পরিচিত মুখ। চলতি আসরে একসময় মনে হচ্ছিল আর বুঝি জায়গা হচ্ছে না তাঁর। তবে হঠাৎ করেই দিল্লি ক্যাপিটালসের হয়ে সুযোগ চলে আসে তাঁর সামনে, যখন বিদেশি খেলোয়াড়দের ছাড়ার ধাক্কা সামলাতে ব্যস্ত আইপিএল দলগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ছাড়পত্র দিয়েছে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত।

এখনো দিল্লির বাকি তিন ম্যাচে মাঠে নামা নিশ্চিত নয় মোস্তাফিজের। তবে তাঁর অতীত পারফরম্যান্স দেখেই আশা জাগে নতুন কিছু দেখার। ফিরে দেখা যাক আইপিএলে তাঁর স্মরণীয় পাঁচটি পারফরম্যান্স:

১. ৪/২৯ বনাম বেঙ্গালুরু, ২০২৪
চিপকে আইপিএলের এবারের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত। প্রথম ওভারেই ফিরিয়ে দেন ফাফ ডু প্লেসিসকে। এরপর রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনকে ফেরান টানা উইকেট নিয়ে। ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট, ম্যাচসেরা মোস্তাফিজ।

২. ৩/১৮ বনাম কলকাতা, ২০২২
ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির হয়ে দুর্দান্ত স্পেল। কুলদীপ যাদব শীর্ষ অর্ডার ধ্বংস করলে মোস্তাফিজ মিডল অর্ডারে আঘাত করেন। ১৮ রানে ৩ উইকেট নিয়ে প্রশংসা কুড়ান মোস্তাফিজ, যদিও ম্যাচসেরা হন কুলদীপ।

৩. ৩/১৬ বনাম মুম্বাই, ২০১৬
চ্যাম্পিয়ন সানরাইজার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স। প্রথমে হার্দিক পান্ডিয়াকে আউট করে চাপ তৈরি করেন। এরপর ফিরিয়ে দেন টিম সাউদি ও ম্যাকক্লেনাহানকে। ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন।

৪. ৩/২০ বনাম হায়দরাবাদ, ২০২১
রাজস্থানের হয়ে পুরোনো দলের বিপক্ষে দুর্দান্ত মোস্তাফিজ। মনীশ পান্ডেকে ফিরিয়ে ম্যাচে ফেরান দলকে। এরপর মোহাম্মদ নবী ও রশিদ খানের উইকেট নিয়ে ম্যাচ জয়ে সহায়তা করেন।

৫. ৩/২৩ বনাম গুজরাট, ২০২২
প্রথম ওভারেই ম‍্যাথু ওয়েডকে ফেরান। পরে থামান তেওয়াটিয়াকেও। শুভমান গিলের ঝকঝকে ইনিংসের পরও গুজরাট থেমে যায় ১৭১ রানে। ম্যাচ হারলেও মোস্তাফিজ প্রমাণ করেন তাঁর কার্যকারিতা।

আইপিএলের মঞ্চে বারবার নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন মোস্তাফিজ। চলতি মৌসুমে যদি আরও একবার সুযোগ পান, নতুন কোনো দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেটবিশ্ব।