
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক আলোচনার মুখে পড়েছেন। তাঁকে ‘ফ্যাসিস্ট রেজিম’-এর সঙ্গে সম্পৃক্ত বলে যেসব অভিযোগ উঠেছে, তা একেবারেই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক বলেন, “আমার ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। থাকলে আজকের সরকার আমাকে বিসিবি প্রেসিডেন্ট করত না। আমি নতুন সরকারের নিয়োগপ্রাপ্ত।”
আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। ইতিমধ্যেই ফারুক আহমেদ ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে গুঞ্জনের জবাবে তাঁর দাবি, এসব সমালোচনার পেছনে সভাপতির পদে অন্য কারও আগ্রহ থাকতে পারে। তিনি বলেন, “গঠনমূলক সমালোচনায় আমি কখনোই আপত্তি করি না। তবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আমার কাজকে বাধাগ্রস্ত করে।”
সাংবাদিকদের কাছ থেকে দায়িত্বশীল সমালোচনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন। কোথায় ত্রুটি আছে তা তুলে ধরলে সেটি সংশোধনের চেষ্টা করব।”
তৃণমূল ক্রিকেটে বিসিবির কাজ নিয়েও কথা বলেন ফারুক আহমেদ। তিনি জানান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও তৃতীয় বিভাগ বাছাইয়ের আয়োজন করেছে বিসিবি। এই টুর্নামেন্ট থেকে ইয়াং টেরিপাস ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব তৃতীয় বিভাগে জায়গা করে নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “তৃণমূলের এই আয়োজন যেন আর কখনো বন্ধ না হয়।”