
দেশের পুঁজিবাজার যখন এক অনিশ্চয়তার ছায়ায় ঢাকা, ঠিক তখনই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার (৬ মে) তিনি ডিএসইতে এই গুরুত্বপূর্ণ সফর করবেন।
তার সফরের অংশ হিসেবে তিনি দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। প্রথম বৈঠকে তিনি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। দিনশেষে তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন।
বিশ্লেষকদের মতে, এই সফরটি বর্তমান বাজার পরিস্থিতিতে বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির অন্যান্য খাতে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স ও রপ্তানি আয়ে উল্লম্ফন, এমনকি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসলেও পুঁজিবাজারে সেই ইতিবাচক ধারা পরিলক্ষিত হয়নি। বরং বাজারে টানা দরপতন, অপ্রতুল লেনদেন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আন্দোলন সরকারকে নতুন চ্যালেঞ্জে ফেলেছে।
এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, ড. আনিসুজ্জামান চৌধুরীর এই পরিদর্শন সরকারের পক্ষ থেকে পুঁজিবাজার চাঙ্গা করতে একটি বাস্তব পদক্ষেপ এবং সম্ভাব্য নীতিগত পরিবর্তনের পূর্বাভাস হতে পারে।
এই সফরের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ কতটা কার্যকর হবে—তা এখন সময়ই বলে দেবে।