
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। এখন পর্যন্ত ৪৩টি ফ্লাইটের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (২ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন এসব যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ জন।
বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন, হজ এজেন্সিগুলোর তথ্যের ভিত্তিতে জানা গেছে, এ পর্যন্ত মোট ৭২ হাজার ৯৫২টি ভিসা ইস্যু করা হয়েছে।
যাত্রী পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (১৮টি), এরপর সৌদি এয়ারলাইন্স (১৩টি) এবং ফ্লাইনাস (১২টি)।
গত ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট রওনা হওয়ার মাধ্যমে শুরু হয় এ বছরের হজ কার্যক্রম। এটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের ফেরত আনার ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, শেষ ফ্লাইট ১০ জুলাই।